বিদেশ তথা উপমহাদেশের বাইরে টেস্ট সিরিজে ভারতীয় দলের সিরিজ জিততে না পারার তকমা লেগে আছে দীর্ঘদিন ধরে। বিদেশে রেকর্ড ভালো নয় ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত একবারও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার এক নম্বর টেস্ট দল হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। প্রথমবার দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জেতার জন্য মরিয়া। গতি ও বাউন্সে ভরা উইকেটে পেসারদের দিয়ে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে শেষ করে দেওয়াই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য। ভারতের ব্যাটসম্যানরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত। এই সিরিজে জমজমাট লড়াই দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ভারতীয় দল টানা ৯টি টেস্ট সিরিজ জিতেছে। যার মধ্যে ৬টি সিরিজ দেশে, দু’টি শ্রীলঙ্কায় এবং একটি ওয়েস্ট ইন্ডিজে। ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত ৬টি সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকায়, যার মধ্যে মাত্র একটিতে ড্র করতে পেরেছে। বাকি সব সিরিজেই হেরেছে ভারতীয় দল। ১৭টি টেস্ট খেলেছে সেখানে। তার মধ্যে ভারতের জয় মাত্র দু’টিতে। শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম টেস্ট যে মাঠে হবে, সেই নিউল্যান্ডসে অবশ্য ভারতীয় দল চারটি টেস্ট খেলে দু’টি টেস্ট ড্র করেছে। সেই মাঠেই ভারত শুক্রবার থেকে তাদের প্রথম টেস্ট খেলতে শুরু করছে। জয় দিয়েই শুরু করতে চাইছে ভারতীয় দল।
বর্তমান ভারতীয় দলের পেস বিভাগ যে কোনও দলের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহরা নিউল্যান্ডসের সবুজ পিচে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন। রবীন্দ্র জাডেজা অসুস্থ। ফলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তিন পেসার ও এক স্পিনার নিয়েই ভারতের খেলার সম্ভাবনা বেশি। অলরাউন্ডার হিসেবে অশ্বিন ছাড়াও থাকতে পারেন হার্দিক পাণ্ড্য।
ভারতের ব্যাটিং লাইনআপে দুই ওপেনার শিখর ধবন ও মুরলী বিজয়। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, বিরাট থাকছেন। উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। শেষ এগারোয় কে কে খেলেন দেখা যাক। শুক্রবার ভারতীয় সময় দুপুর দুটোয় খেলা শুরু হবে।
ফাইল ছবি
Be the first to comment