দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম দুটি টেস্ট যথাক্রমে কেপটাউন এবং সেঞ্চুরিয়নে কোহলির ভারত হেরে গিয়ে সিরিজও খুইয়েছে। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ওয়ান্ডারার্সের সবুজ পিচে নামছে ভারত। কেপটাউনে এবং সেঞ্চুরিয়নে অপেক্ষাকৃত সহজ উইকেটে ভারতের ব্যাটিং লাইন আপ যে ভাবে ভেঙে পড়েছিলো তাতে ওয়ান্ডারার্সের সবুজ পিচে যে ভারতের জেতার ব্যাপারে সেভাবে কেউ আশা দেখছেন না। যদিও এখানে ভারত একটা টেস্ট ম্যাচ হারেনি এখনো পর্যন্ত। তবে এই পিচে প্রথম একাদশ নিয়ে নানা জল্পনা চলছে। এখানে স্পিন সেভাবে কাজ করবে না সে কথা মাথায় রেখে ভারত প্রথম একাদশে আর অশ্বিনকে রাখবে না। সেক্ষত্রে তার জায়গায় দলে ঢুকবেন ভুবনেশ্বর কুমার। দলে ছয় ব্যাটসম্যান থাকলে রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানে দুজনেই খেলবেন। আর পাঁচ ব্যাটসম্যান খেললে রোহিত বাদ যাবেন। তবে হার্দিক পান্ডিয়া থাকলে দলে ছ নম্বরের জায়গাটা পূরণ করবেন কিন্তু আগের টেস্টে তাঁর হতাশজনক পারফরম্যানস ভারতকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলো। তিনি দলে নাও থাকতে পারেন। ভারতের চার পেসার হবেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং বুমরাহ। উইকেট কিপার হিসাবে সম্ভবত পার্থিব প্যাটেলই খেলবেন। বাকি দলের প্রথম সারির ব্যাটসম্যান হিসাবে দলে থাকবেন মুরলি বিজয়, রাহুল, পুজারা, কোহলি এবং রাহানে। শেষ পর্যন্ত প্রথম একাদশ কি হয় এবং ওয়ান্ডারার্সের সবুজ পিচে কিরকম পারফরম্যানস করে সেটাই এখন দেখার বিষয়।
Be the first to comment