জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনেই বিপর্যয়ে ভারতীয় ব্যাটিং। ১৮৭-তেই অল আউট হয়ে যায় ভারত। এদিন বিরাট ৫৪ রান করেছেন, এছাড়াও চেতেশ্বর পুজারা ৫০ এবং শেষে ভুবনেশ্বর কুমার ৩০ রান করেছেন। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬ রান। ওপেনার মার্করামকে আউট করেছেন ভুবনেশ্বর কুমার।
———————————-
চা পানের বিরতি পর্যন্ত ভারত ১১৪ /৪। বিরাট ব্যাট ভালোই করছিলেন। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু আউট হয়ে যান। আজ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামা আজিঙ্ক রাহানে নামেন। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। পুজারা ২৭ রানে ব্যাট করছেন। সাথে আছেন পার্থিব প্যাটেল।
———————————
আজ ওয়ান্ডারার্সের সবুজ পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। এদিন ভারতীয় দলে দু’টি পরিবর্তন হয়েছে। প্রত্যাশামতো দলে এসেছেন অজিঙ্ক রাহানে, তবে রোহিত শর্মার জায়গায়। আর অশ্বিনের জায়গায় দলে ফিরলেন পেসার ভুবনেশ্বর কুমার। সবুজ উইকেটে কোনও স্পিনার না নিয়েই মাঠে নেমেছে ভারত। আগের দুই টেস্টের মতোই ইনিংসের শুরুতেই ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মুরলি বিজয় আবার ব্যর্থ। রাহুল খাতা খুলতে পারেননি আর ৮ রান করে আউট হন অন্য ওপেনার মুরলী বিজয়। এরপর বিরাট ও পূজারা পরিস্থিতি সামাল দিচ্ছেন। পূজারা খুবই স্লো ব্যাটিং করছেন। লাঞ্চের আগে পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে। ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি (২৪) ও চেতেশ্বর পূজারা (৫)।
Be the first to comment