ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে ৫ উইকেটে জিতে সিরিজে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা। সিরিজের ফল এখন ৩-১। বাকি দুটি ম্যাচ। তার মধ্যে একটি জিতলেই অবশ্য সিরিজ পকেটে পুরে ফেলবে ভারতীয় দল।
সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আজ জোহানেসবার্গে কোহলিরা মুখোমুখি দক্ষিণ আফ্রকার সাথে। ছয় ম্যাচের সিরিজের ৩-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ বিরাট কোহলি টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। আজ ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। মিডল অর্ডারে কেদার যাদবের জায়গায় দলে আসে শ্রেয়স আইয়ার। ভারতের আজ ব্যাটিং-এর শুরুতেই আউট হয়ে যান সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি মাত্র ৫ রান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৯ ওভারে ১ উইকেটে ৫০ রান করে। শিখর ধাওয়ান ২৯ এবং বিরাট কোহলি ১২ রান করে ব্যাট করছেন। রোহিতকে আউট করেন দক্ষিণ আফ্রকার পেসার রাবাদা। আজ দক্ষিণ আফ্রিকা দলে খেলছেন এবি ডিভিলিয়ার্স।
আজ জোহানেসবার্গে কোহলিরা দক্ষিণ আফ্রিকার সামনে ২৯০ রানের লক্ষ্যমাত্রা রাখে। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ৭.২ ওভারে ১ উইকেটে ৪৩ রান করে। তারপরেই বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে ম্যাচ শুরু হয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় শুরু হয় খেলা। দ্বিতীয়বার আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ২৮। আমলাদের পরিবর্তিত টার্গেট হয় ২০২। ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। হেইনরিখ ক্লাসেন (২৭ বলে অপরাজিত ৪৩) ও অ্যান্ডিল ফেলুকওয়ায়ো (৫ বলে অপরাজিত ২৩) জুটিই দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিল।
এদিন ধাওয়ান তাঁর ১৩তম শতরান পূর্ণ করার পরেই ১০৯ রান করে আউট হয়ে যান। এদিন ধাওয়ান তাঁর একশতম ম্যাচে সেঞ্চুরি করে এক বিরল কৃতিত্ব অর্জন করেন। এরপর রাহানে (৮), শ্রেয়স আইয়ার(১৮) পান্ডিয়া (৯) পর পর আউট হয়ে যান। কিন্তু প্রাক্তন অধিনায়ক ৪৩ বলে ৪২ রান করে নট আউট থেকে যান।
ভারত ৩৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে। খারাপ আলোর জন্য আপাতত খেলা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন বিরাট কোহলি ৭৫ রান করে আউট হন। ওপেনার শিখর ধাওয়ান আজ তার ১৩তম শতরান পূর্ণ করেন। তিনি ১০৭ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন আজিঙ্কা রাহানে (৫)।
Be the first to comment