পোর্ট এলিজাবেথে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকায় প্রথম বার ঐতিহাসিক সিরিজ আগেই জিতে নিয়েছিলো ভারত। আজ সেঞ্চুরিয়নে ষষ্ঠ তথা শেষ ওয়ানডে ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ হলেও কোহলি ব্রিগেড সিরিজ ৫-১ করার জন্য ঝাঁপিয়েছে এবং দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ ৫-১ করে নিয়েছে। এই ম্যাচে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার কথা হলেও সেভাবে পরিবর্তন করেনি। শুধু ভুবনেশ্বর কুমারের জায়গায় এসেছে পেসার শার্দুল ঠাকুর। আজ কোহলি টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকা আজ ৪৬.৫ ওভারে ২০৪ রান করে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা দলে আজ অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় বোলারদের সামনে সেভাবে কেউই দাঁড়াতে পারেনি। আজ দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা শার্দুল ঠাকুর। শার্দুল ৪ উইকেট নেন। এছাড়াও বুমরাহ ও চাহাল ২টি করে এবং পান্ডিয়া এবং কুলদিপ ১টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন খায়া জন্ডো। জবাবে ভারত ব্যাট করতে নেমে ৩২.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয়। আজও অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন। তিনি আজ ১২৯ রানে নট আউট থাকেন। ধাওয়ান ১৮ এবং আগের ম্যাচে শতরান করা রোহিত শর্মা ১৫ রান করে আউট হন। রাহানে ৩৪ রানে অপরাজিত থাকেন। বিরাটের ১২৯ রানের ইনিংসে ১৯টি চার এবং ২টি বিশাল ছক্কা ছিলো। বিরাট এই সিরিজে ৩টি শতরান এবং কেরিয়ারের ৩৫তম শতরান করলেন। প্রত্যাশা মতো তিনিই আজকের ম্যাচের এবং সিরিজের সেরা নির্বাচিত হন।
Be the first to comment