কেপটাউনে আজ টি-২০ সিরিজের নিস্পত্তি ম্যাচ

Spread the love

আজ কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-২০ সিরিজের শেষ তথা পুরো সফরের শেষ ম্যাচ হতে চলেছে। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় অনুসারে সন্ধ্যে ৬টা থেকে। বলার অপেক্ষা রাখেনা এই ম্যাচটাই টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ। তাই দু দলই চাইবে এই ম্যাচটা জিততে। সেঞ্চুরিয়নে আগের ম্যাচে ভারতের ১৮৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা বিধ্বংসী লড়াই দিয়ে ম্যাচ ছিনিয়ে নিয়েছিল ভারতের থেকে। একদিনের সিরিজে ৫-১ এ জেতার মূল কারিগর ভারতের দুই রিস্ট স্পিনার কুলদিপ চাহাল এবং যুযুবেন্দ্র চাহালকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। একদিনের ম্যাচগুলিতে চাহাল এবং কুলদিপকে সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। ব্যতিক্রম ছিলেন একজন, তিনি হলেন দক্ষিণ আফ্রিকার এক নম্বর উইকেটকিপার ক্যুইন্টন ডি কক এর জায়গায় স্থান পাওয়া হেনরিক ক্লাসেন। এই দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার কাম ব্যাটসম্যান আগের ম্যাচে চাহালকে পিটিয়ে ভারতকে হারিয়ে দেন। তিনি একদিনের ম্যাচেও ভালো ব্যাট করেছিলেন এই দুই রিস্ট স্পিনারের বিরুদ্ধে। আজও তাই অপেক্ষা করে আছে ক্লাসেন ও ভারতের স্পিনারের দ্বৈরথ। তবে চাহাল খেলবে কি কুলদিপ খেলবে এই ম্যাচে সেটা ঠিক নেই। আজকের এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি একটা সিরিজ জেতার লড়াই হতে চলেছে সেটা বলাই বাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*