দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-২০ ম্যাচে ২-১ ফলে সিরিজ জিতলো ভারত। কেপটাউনে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭ রানে হারালো। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করে ভারতীয় দল। ওপেনার শিখর ধবন ৪৭ ও সুরেশ রায়না ৪৩ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয়েছে। অধিনায়ক জেপি ডুমিনি সর্বোচ্চ ৫৫ এবং অভিষেক ম্যাচ খেলা ক্রিস্টিয়ান জঙ্কার ৪৯ রান করেন। ভুবনেশ্বর কুমার ২টি উইকেট দখল করেন। এছাড়াও বুমরাহ, শার্দুল ঠাকুর, পান্ডিয়া এবং রায়না ১টি করে উইকেট নেন। পিঠে ব্যথার জন্য আজকের ম্যাচে খেলেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে দলে এসেছেন দীনেশ কার্তিক। বিরাটের বদলে এই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটের বদলে দলে আসেন জসপ্রীত বুমরাহ। লেগস্পিনার যুজবেন্দ্র চাহলের বদলে সুযোগ পান বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। ম্যান অব দ্য ম্যাচ হন শিখর ধাওয়ান।
Be the first to comment