দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তীব্র খরার পর পূর্বাভাস অনুযায়ী এল স্বস্তির বৃষ্টি। যার ফলে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা ভেস্তে গেল। তৃতীয় দিনে খেলা শুরু হওয়ার সময় যত এগিয়ে আসতে থাকে, বৃষ্টির বেগ ততই বাড়তে থাকে। আউটফিল্ডেও জল জমে যায়। পরিস্থিতি খতিয়ে দেখে দিনের মতো খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
ভারতীয় দল এই টেস্টে ভাল জায়গায় নেই। দ্বিতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ১৪২ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে রোদ উঠল। মেঘ পুরোপুরি উধাও না হলেও আকাশের পরিস্থিতি অনেকটাই ভাল। স্থানীয়দের মত এবং পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ দিনে এখানকার সময় সাড়ে দশটাতেই খেলা শুরু হওয়া উচিত। যদি সেই পূর্বাভাস সত্যি হয়, তা হলেও এই টেস্ট ম্যাচে হাতে থাকছে আরও দু’টো দিন। যে দু’দিন ৯৮ ওভার করে খেলা হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা চাইবে চতুর্থ দিনে যতটা সম্ভব রান তুলে নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে তাদের পেসারদের সামনে ফেলে দিতে। সেক্ষেত্রে কোহলিদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট চাপে থাকবে তা বলাই বাহুল্য।
Be the first to comment