আগামীকাল সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্ট ভারতের কাছে ডু অর ডাই সিচুয়েশন। নিউল্যান্ডের মত সেঞ্চুরিয়ানেও দ্বিতীয় টেস্টে বাউন্সি ও দ্রুত গতির পিচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাতে হবে এই লক্ষ্যেই নামতে হবে ভারতকে। টানা নয়টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড সেঞ্চুরিয়নে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা। উপমহাদেশের উইকেটে এই রেকর্ড করেছেন কোহলিরা, বিদেশের মাটিতে এই রেকর্ড অক্ষত থাকা নিয়ে এখন প্রশ্ন, কেননা, কেপটাউন টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। প্রথম কথা, সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে যেকোনও মূল্যে এই টেস্ট জিতে সমতায় ফিরতে হবে ভারতকে। তারপর তৃতীয় টেস্ট জিতে সিরিজ জেতার ব্যাপার আসবে।
সেঞ্চুরিয়ানে টেস্ট জিততে গেলে প্রথম একাদশ বাছাই করতে হবে যথেষ্ট সাবধানতার সঙ্গে। ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে ভারতীয় দল প্রায় চার ঘন্টা অনুশীলন করেছে। অনুশীলন দেখে দল নির্বাচন নিয়ে কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে ধাওয়ানের জায়গায় ওপেন করতে নামবেন রাহুল। বিদেশের মাটিতে পেস সহায়ক পরিবেশে ধাওয়ানের রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। টেকনিকের দিক থেকে রাহুল অনেক বেশি সক্ষম ব্যাটসম্যান। রোহিত ও রাহানের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া কঠিন। দুজনের মধ্যে কাকে প্রথম একাদশে নেওয়া হবে সেটা আগামীকালের ম্যাচেই দেখা যাবে। অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়ার জায়গা পাকা। বাকি চার বোলার বেছে নেওয়ার ক্ষেত্রে পিচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নিউল্যান্ডের মতো পিচ হলে ভারত স্পিনার অশ্বিনকে বাইরে রেখেই নামতে পারে। পেস আক্রমণে কোহলি কী ধরনের পরিবর্তন করে তা এখন দেখার। উমেশ কাল নেটে বোলিং করেছেন। শরীর খারাপ কাটিয়ে ইশান্তও ফিরে এসে অনুশীলন করছেন। অভিষেক টেস্টে দারুণ পারফরম্যান্স করা জসপ্রিত বুমরাও দলে থাকবেন নিশ্চিত। ভুবনেশ্বর কুমার এবং শামিও দলে থাকার মত বোলিং করেছেন। দেখা যাক আগামীকালের ম্যাচে চার পেসার কে কে হয়?
Be the first to comment