দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ শেষ হওয়ার পর আজ রবিবার থেকে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এরপরের ম্যাচগুলো হবে যথাক্রমে সেঞ্চুরিয়ন এবং কেপটাউনে। টেস্ট সিরিজের ভারত ২-১ এ পরাজিত হওয়ার পর ঐতিহাসিক একদিনের সিরিজে ৫-১ এ জয়লাভ করছে। ভারতীয়দের মনোবল এখন তুঙ্গে আছে। দুই দলই টি-২০ সিরিজের জন্য নতুনদের সুযোগ দিয়েছে। এদিকে ভারতীয় দলে ফিরে এসেছে সিনিয়র ক্রিকেটার সুরেশ রায়না, যিনি টি-২০ ফরম্যাটে বেশ জনপ্রিয় ক্রিকেটার। তিনি শেষ খেলেছেন একবছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে। রায়নার সাথে দলে যোগ দিয়েছে বাঁহাতি পেসার জয়দেব উনাদকট, যাঁকে টি-২০তে স্পেশ্যালিস্ট বোলার বলা যেতে পারে। শ্রীলঙ্কার সাথে শেষ টি-২০ সিরিজে তিনিই ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন এবং আইপিএলে বিরাট দাম নিয়ে রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছেন। এছাড়াও এসেছেন ভারতের টেস্ট ওপেনার কে এল রাহুল। তবুও আজকের প্রথম একাদশে তিনি খেলবেন বলে মনে হয় না। রোহিত এবং ধাওয়ান ওপেন করবেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টি-২০ ক্যাপ্টেন জেপি ডুমিনি আশাবাদী যে তাঁর দল এই সিরিজের ভালোই লড়াই দেবে। দলের সাথে যোগ দেওয়া নতুন কিছু ক্রিকেটারদের নিয়ে কিভাবে ভারতের সাথে লড়াই করে সেটাই এখন দেখার অপেক্ষায়। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।
Be the first to comment