ধর্মশালায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হারলো ভারত

Spread the love

রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭, ধর্মশালাঃ ওয়ানডে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই শ্রীলঙ্কা হারালো ভারতকে। দিনের শুরু থেকেই ভারতের শোচনীয় অবস্থা। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামা ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে মাত্র ১১২ রান করে সকল ব্যাটসম্যান আউট হয়ে যায়। সকালে টসে জিতে শ্রীলঙ্কা দল ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই শ্রীলঙ্কান বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি। ভারতের শুরুর দিকের প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে অক্ষম। রোহিত শর্মা(২), শিখর ধাওয়ান(০), শ্রেয়ষ আইয়ার(৯), দিনেশ কার্তিক(০), মণিশ পান্ডে(২) সবাই ব্যর্থ। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৬৫ রানের সুবাদে ভারত ১০০ রানের গণ্ডি টপকায়। ধোনিকে যোগ্য সহায়তা করেন কুলদিপ যাদব। তিনি ১৯ রান করেন। শ্রীলঙ্কার প্রত্যেক বোলারই উইকেট পেয়েছেন। সুরঙ্গা লাকমল ৪ উইকেট নিয়েছেন। তার বোলিং ফিগার ১০-৪-১৩-৪।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দল মাত্র ২০.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার উপুল থরঙ্গা। এছাড়াও ম্যাথেউস ২৫ ও ডিকওয়ালা ২৬ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ হন বোলার সুরঙ্গা লাকমল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*