ধর্মাশালার হারের জ্বালা ভারত অধিনায়ক রোহিত শর্মা মোহালিতে বিধ্বংসী মেজাজে মেটালেন। এদিন তিনি একদিনের আন্তর্জাতিকে জীবনের তৃতীয় দ্বি-শতরান করলেন এবং শ্রীলঙ্কার ওপর বিশাল রানের বোঝা চাপালেন। ভারত আজ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯২ রান করেছে। শ্রীলঙ্কা অধিনায়ক থেসেরা পেরেরা আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের দুই ওপেনার আজ প্রথম থেকেই ছন্দে ছিলেন। বিশেষ করে শিখর ধাওয়ান। ধাওয়ান ৬৮ রান করে আউট হয়ে যান। এরপর নামেন জীবনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শ্রেয়স আইয়ার। তিনিও আজ অধিনায়ক রোহিতের সাথে যোগ্য সহায়তা করেন। তিনি ৭০ বলে ৮৮ রান করেন। এবং রোহিত শর্মার সাথে দ্বিতীয় উইকেটে ২১৩ রানের পার্টনারশিপ করেন। ভারতকে মজবুত ভিতে দাঁড় করিয়ে দেন। এদিকে রোহিত শর্মা ২০৮ রানে নট আউট থেকে যান । রোহিত শর্মা প্রথম ১০০ করেন ১১৫ বলে, তারপরের ১০০ রান বিধ্বংসী মেজাজে মাত্র ৩৬ বলে করেন। এর আগেও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন। আজ জীবনের তৃতীয় দ্বি-শতরান করলেন। যা বিশ্বরেকর্ড। বিশ্বে একমাত্র ভারতেরই তিনজন, যাঁরা একদিনের ক্রিকেটে দ্বি-শতরান করেছেন। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এবং রোহিত শর্মা। আরেকটি রেকর্ডও তিনি করলেন, অধিনায়ক হিসাবে প্রথম দ্বি-শতরান করলেন একদিনের ক্রিকেটে। রোহিত শর্মার আজ দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ওনার স্ত্রী মোহালির গ্যালারিতেই বসেছিলেন। আজ ডাবল সেঞ্চুরি করে ওনার স্ত্রীকে তিনি বিবাহ বার্ষিকীর উপহারও দিলেন।
এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। কিন্তু বিশাল রানের লক্ষ্যমাত্রা তাদের পক্ষে এই মাঠে এবং ভারতীয় বোলারদের পিটিয়ে করা সম্ভব ছিলো না। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। ভারত এই ম্যাচ ১৪১ রানে জিতে সিরিজে সমতায় ফেরে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন প্রাক্তন অধিনায়ক আঞ্জেলো ম্যাথেউস। তিনি ১১১ রান করে নট আউট থাকেন। বাকিরা সেভাবে রান করতে পারেননি। ভারতের যুযুবেন্দ্র চাহাল ৩টি উইকেট নেন। বুমরাহ ২টি উইকেট নেন। প্রথম ম্যাচে খেলতে নামা ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট দখল করেন। এছাড়াও ভুবনেশ্বর কুমার এবং পান্ডিয়া ১টি করে উইকেট নেন। অবশ্যই এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ রোহিত শর্মা ছাড়া অন্য কাউকে ভাবাও উচিত নয়।
ছবিঃ সূত্র থেকে
Be the first to comment