পরিত্যক্ত গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০

Spread the love

সম্ভাবনা ছিল দৈর্ঘ্যে কাট-ছাঁট করে ছোট আকারে ম্যাচ আয়োজনের৷ তবে গ্রাউন্ডসম্যানদের ছোট্ট একটা ভুলেই ভেস্তে যায় সেই সম্ভবনা৷ বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয় কভার সরানোর সময় অসাবধানতাবশত পিচের উপর বাড়তি জল গড়িয়ে পড়ায়৷ সব মিলিয়ে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টি পরবর্তী ভিজে পিচের জন্য৷

বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচ ভস্তে দেওয়ার মতো আকার ধারণের ইঙ্গিত ছিল না৷ উত্তর-পূর্ব ভারতে গত ক’দিন ধরেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির রেশ এখনও কেটে যায়নি৷ ফলে ম্যাচের সময় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিলই৷ গ্রাউন্সম্যানরা তৎপরতায় ছিলেন শুরু থেকেই৷ নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়৷ ম্যাচ শুরুর ঠিক আগে দু’এক ফোঁটা বৃষ্টির ছাট গায়ে লাগতেই দ্রুত পিচ ঢেকে ফেলেন মাঠকর্মীরা৷ পরে বৃষ্টির তুলনায় ভারি আকার নেয়৷ যদিও বৃষ্টির মাঝেই সুপার সপার মাঠ থেকে জল তুলে ফেলার কাজে নিয়েজিত হয়৷

যে মাঠ-কর্মীরা বেশ কিছুদিন আগে থেকে অক্লান্ত পরিশ্রম করে মাঠ ম্যাচ আয়োজনের উপযুক্ত করে তুলেছিলেন, তারাই বৃষ্টি থামলে পিচের উপর থেকে কভার তোলার সময় ভুল করে বসেন৷ কভার থেকে জল গড়িয়ে পড়ে বাইশগজে৷ আউটফিল্ড খেলা উপযোগী করে তোলা গেলেও শেষ পর্যন্ত পিচের ভিজে স্পটগুলিকে শুকনো করা যায়নি৷

হেয়ার ড্রায়ার, এয়ার হিটার, এমনকি ইলেক্ট্রিক আয়রন ব্যবহার করেও পিচ খেলার উপযুক্ত করে তুলতে ব্যর্থ হন মাঠ-কর্মীরা৷ কয়েক দফায় মাঠ তথা পিচ পরিদর্শনের পর আম্পায়াররা শেষমেশ ম্যাচ পরিতক্ত বলে ঘোষণা করেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*