রোহিত ও রাহুলের জোড়া শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সহজ জয় পেলো ভারত

Spread the love

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া শতরানের উপর ভর করে নিজেদের শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কাকে অনায়াসে হারাল ভারত ৷ শনিবার লিডসে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে শ্রীলঙ্কা ৷ শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ ভারতের হয়ে আবারও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জসপ্রীত বুমরাহ। জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৪৩.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে নেয় ৷ ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় কোহলি ব্রিগেড। এদিন শুরু থেকেই ভারত ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ৷ মাত্র ৫৫ রানের মধ্যে শ্রীলঙ্কার টপ অর্ডারের চার জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় তারা ৷ দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরাকে সাজঘরে ফেরান জয়প্রীত বুমরাহ ৷ আবিস্কা ফার্নান্দোর উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া ৷ কুশল মেন্ডিসকে আউট করেন রবীন্দ্র জাদেজা ৷

এদিন করুণারত্নে ১৭ বলে ১০ রান করেন ৷ পেরেরা করেন ১৪ বলে ১৮ রান ৷ আবিস্কা ২১ বলে ২০ রান করেন। মেন্ডিস ১৩ বলে ৩ রান করে স্ট্যাম্প আউট হন ৷ লাহিরু থিরিমানেকে সঙ্গে নিয়ে ম্যাথিউজ পঞ্চম উইকেটের জুটিতে ১২৪ রান যোগ করেন ৷ শেষে ৬৮ বলে ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলে কুলদীপের বলে আউট হন থিরিমানে। তবে লাহিরু আউট হওয়ার পর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে লড়াই জারি রাখেন অ্যাঞ্জেলো ৷ ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে শেষমেশ ১২৮ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে বুমরাহর বলে আউট হন ম্যাথিউজ ৷ শেষ ওভারে থিসারা পেরেরাকে আউট করেন ভুবনেশ্বর কুমার ৷ থিসারা ৩ বলে ২ ও ইসুরু উদানা ১ এবং ডি সিলভা ২৯ রান করে অপরাজিত থেকে যান ৷

এদিকে ভারতের হয়ে ৩টি উইকেট নেন বুমরাহ ৷ একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, জাদেজা, হার্দিক ও কুলদীপ ৷ জবাবে ব্যাট করতে নেমে ভারত ওপেনিং জুটি ১৮৯ রান তোলে, যা চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বড় ওপেনিং পার্টনারশিপ ৷ চলতি বিশ্বকাপে এই নিয়ে পাঁচটি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন হিটম্যান রোহিত শর্মা ৷ ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১০৩ রান করে রজিথার বলে আউট হন তিনি ৷ লোকেশ রাহুলও এদিন দুর্দান্ত ইনিংস খেলেন ৷ চলতি বিশ্বকাপে এটি তাঁর প্রথম শতরান ৷ ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১১১ রান করে মালিঙ্গার শিকার হন লোকেশ ৷ ঋষভ পন্ত ৪ রান করে উদানার বলে এলবিডব্লু হন ৷ হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কোহলি ৷ হার্দিক ৪ বলে ৭ ও কোহলি ৪১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরা হন রোহিত শর্মা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*