দিল্লী টেস্টে রোহিত শর্মার ৫০, অধিনায়ক কোহলির ৫০, পুজারার ৪৯ এবং ওপেনার শিখর ধাওয়ানের ৬৭ রানের সাহায্যে ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শ্রীলঙ্কার থেকে ৪০৯ রানে এগিয়ে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৪১০ রান। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে। চুতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা ৩১ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে। পঞ্চম দিনের পুরো খেলাই বাকি। তিন উইকেট হারিয়ে সিরিজে দ্বিতীয় হারের মুখে শ্রীলঙ্কা। এদিন উইকেট নেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা। জাদেজা এক ওভারেই দুটি উইকেট দখল করে।
এর মধ্যে আজিঙ্কা রাহানের খারাপ ফর্ম অব্যাহত। সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে তুলে আনেন অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার সফরের আগে দলের সহ অধিনায়কের ফর্ম টিম ম্যানেজমেন্টকে উদ্বেগে রেখেছে। তিনি যাতে রানে ফিরতে পারেন, সেজন্যই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেন কোহলি। কিন্তু তাতে লাভ হল না। মাত্র ১০ রান করে আউট হয়ে যান তিনি। মুরলি বিজয় এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৯ রান করে আউট হয়ে যান তিনি।
এর আগে ৩৫৬-৯ নিয়ে খেলতে নেমে ৩৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দীনেশ চন্ডীমল করেন তাঁর কেরিয়ারের সেরা ১৬৩ রান। ভারতের থেকে ১৬৩ রানে পিছিয়ে ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার।
Be the first to comment