রাজকুমার ঘোষ –
টি-২০ ক্রিকেটে তিন বার শেষ বলে জয়লাভ করেছে টিম-ইন্ডিয়া। সেই রোমাঞ্চকর ম্যাচগুলির একটি ছিলো গত রবিবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যে ম্যাচে দিনেশ কার্তিক শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়েছেন। এর আগেও টিম-ইন্ডিয়া দু’বার টি-২০ ম্যাচের শেষ বলে দুর্দান্ত ভাবে জয়লাভ করেছিলো। সর্বপ্রথম ২০১৬ সালে সিডনিতে ভারত অস্ট্রেলিয়াকে শেষ বলে হারিয়েছিলো। এরপর ২০১৬ সালেই টি-২০ বিশ্বকাপের খেলায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শেষ বলে ধোনির একটি অসাধারণ রান আউট ভারতকে জিতিয়েছিলো।
সেই সকল স্মরণীয় ম্যাচগুলো নিয়ে একটু আলোকপাত করা যাক –
২০১৬ সাল, সিডনী, ভারত বনাম অস্ট্রেলিয়া, সিরিজের তৃতীয় ম্যাচ
৩১ জানুয়ারী, ২০১৬ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ছিলো। এর আগে সিরিজের প্রথম দুটি টি-ম্যাচ জিতে নিয়েছিলো ধোনির টিম-ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজে ৩-০ হারাবার একটি মোক্ষম সুযোগ টিম-ইন্ডিয়া কিছুতেই নষ্ট হতে দেয়নি। সেই ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছিলো। ১৯৮ রানের টার্গেট সামনে রেখে টিম ইন্ডিয়া ৩.১ ওভারে ৪৬ রান সংগ্রহ করেছিলো। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৫০ এর ওপর রান করেছিলো কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারেননি। ভারতের জেতার জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিলো। ক্রিজে তখন ছিলেন যুবরাজ সিং এবং সুরেশ রায়না। অস্ট্রেলিয়ার হয়ে শেষ ওভারে বল করতে আসেন টি-২০ স্পেশ্যালিস্ট বোলার অ্যান্ড্রু টাই। যুবরাজ সিং এর দাপটে ওভারের প্রথম বলে ছয় এবং দ্বিতীয় বলে ৪ রান নিয়ে প্রথম দু’বলে ১০ রান সংগ্রহ করে টিম-ইন্ডিয়া। ৪ বলে দরকার ছিল ৭ রান। তৃতীয় বলে লেগ বাই-এ এক রান হয়। এরপর স্ট্রাইক নেন সুরেশ রায়না। রায়না ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে ২টো করে রান নেন। এরপর শেষ বলে ভারতের জেতার জন্য ২ রানের দরকার ছিলো। অ্যান্ড্রু টাই-এর শেষ বলে সুরশ রায়না একটা চার মেরে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে ভারতকে শুধু এই ম্যাচ জেতাই নয় সিরিজ ৩-০ ফলাফলে জিতিয়েছিলেন।
টি-২০ বিশ্বকাপ, ২০১৬, ভারত বনাম বাংলাদেশ… বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলো
টিম ইন্ডিয়া ম্যাচের শেষ বলে দু’নম্বর ম্যাচ জিতেছিল ২৩ মার্চ, ২০১৬তে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ভারতের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। সর্বোচ্চ রান করেন সুরেশ রায়না (৩০)। জেতার লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৯ ওভার শেষে ১৩৬ রান করে। শেষ ওভারে বাংলাদেশের জিততে গেলে ১১ রান করতে হবে। মুশিফিকুর ও মাহামাদুল্লাহ দুজনেই ক্রিজে ছিলেন। বল হাতে ছিলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার প্রথম বলে এক রান নেয় মাহামুদল্লাহ। এরপরে মুশাফিকুর রহিম পর পর দুটো চার মেরে ব্যবধান কমিয়ে দেন। বাংলাদেশের জেতার জন্য ৩ বলে দরকার ছিলো ২ রান। বাংলাদেশ জয়ের কাছাকাছি। ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে রহিম এবং মাহামাদুল্লা পর পর আউট হয়ে যায় পান্ডিয়ার বলে। এরপর শেষ বলে দরকার ছিল ২ রান। পান্ডিয়ার শেষ বল ব্যাটে লাগাতেই পারেনি ব্যাটসম্যান। ধোনির কাছে বল চলে যায়। ব্যাটসম্যান রান নিতে যায় কিন্তু ধোনির ক্ষিপ্রতায় রান আউট হয়ে যায় অপর প্রান্তের ব্যাটসম্যান। এর ফলে ভারত এই রোমাঞ্চকর ম্যাচ ১ রানে জিতে যায়। বাংলাদেশের স্বপ্ন ধুলোতে মিশে যায়।
তৃতীয় টি-২০ ম্যাচে শেষ বলে জয় সদ্য শেষ হওয়া নিদহাসা ট্রফির ফাইনাল যেখানে শেষ বলে ছয় মেরে দিনেশ কার্তিক টিম ইন্ডিয়াকে জেতায়
এই ম্যাচে শেষ দুই ওভারে ভারতের দরকার ছিলো ৩৪ রান। ক্রিজে আসেন উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক। যিনি ৮ বলে দুর্দান্ত ২৯ রান করেন। শেষ বলে ছক্কা হাঁকানো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। যেখানে বাংলাদেশের কাছে প্রথম বার ভারতকে টি-২০ ম্যাচে হারানোর সুযোগ হয়েছিল এবং চ্যাম্পিয়ানও হতে পারতো কিন্তু কার্তিকের ধুমধারাক্কা ইনিংস তা হতে দেয়নি।
ফাইল ছবি
Be the first to comment