তালিবানদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকে বসতে চলেছে ভারত!

Spread the love
এই প্রথম তালিবানদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকে বসতে চলেছে ভারত। বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হয়নি। আজ, শুক্রবার মস্কোয় আয়োজিত ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বস্তুত, বৈঠকটির আয়োজন করেছে রাশিয়া। সেখানে আফগানিস্তানের পাশাপাশি ভারত, পাকিস্তান ও চিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, রাশিয়ান ফেডারেশনের তরফে আয়োজিত ওই বৈঠকে প্রতিনিধি পাঠাবে ভারত। রভীশ কুমার বলেন, “আফিগানিস্তানে শান্তি ও সমন্বয় সাধনে সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। সেখানে নিরাপত্তা, স্থায়িত্ব ও সংহতি বাড়াতে চাই আমরা।”
সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও সম্পন্ন হয়। এর পরেই মস্কোয় অনুষ্ঠিত হতে চলা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় নর্থব্লক। সূত্রের খবর, এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অমর সিনহা ও পাকিস্তানে ভারতের প্রাক্তন হাই কমিশনার টিসিএ রাঘবন।
বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কাজাখাস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*