জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক। গতকাল পাকিস্তান সফর গিয়ে একথা জানান তুরস্কের প্রেসিডেন্ট এরডোগান। শনিবার তার জবাব দেয় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফের জানানো হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন নেই তুরস্কের।
গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক চলাকালীন জম্মু-কাশ্মীর প্রসঙ্গটি ওঠে। পাকিস্তানের প্রতি তার দেশের সমর্থন রয়েছে বলেও জানিয়ে দেন এরডোগান। গতবছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গও তুলে আনেন তিনি। বলেন, আমাদের কাশ্মীরি ভাই-বোনেরা কয়েক দশক ধরে সমস্যায় রয়েছেন। সম্প্রতি একতরফাভাবে কিছু পদক্ষেপের জন্য এই দুর্ভোগ আরও বেড়েছে। আজ পাকিস্তানের কাছে এই সমস্যা যতটা ততটা আমাদেরও কাছেও। সকল পক্ষের স্বার্থকে সমর্থন করে ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে হবে। কাশ্মীর ইশু সমাধানে বরাবর ন্যায়বিচার, শান্তির পক্ষে রয়েছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্টের পাল্টা জবাব দেয় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তুরস্কের নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি ভারত ও সংশ্লিষ্ট অঞ্চলে পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যাকলাপ চালাচ্ছে, সেই বিষয়টিও খতিয়ে দেখুক তুরস্ক।
Be the first to comment