আজ কমনওয়েলথ গেমসে ৬৯ কেজি ভারোত্তোলনে পুনম যাদব, ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় মনু ভাকরদের সোনা জেতার পাশাপাশি মহিলাদের টেবল টেনিসের দলগত বিভাগের ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ হারিয়ে সোনা জিতল ভারত।
বাংলার মৌমা দাস এই দলে ছিলেন। ভারতের মেয়েদের টেবিল টেনিস দল কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস তৈরী করলো। এই প্রথমবার তারা সোনা জিতলো কমনওয়েলথ গেমসে। টেনিস প্লেয়ার মনিকা বাত্রা বিশ্বের ৪ নং তিয়ানয়েই ফেন কে বেশ শক্ত লড়াইয়ে ১১-৮,৮-১১, ৭-১১, ১১-৯, ১১-৭ হারয়ে ১-০ তে এগোয়। এরপর মেনগু ইয় ভারতের মাধুরিকা পাটকরকে হারিয়ে লেভেলে ফিরে আসে। কিন্তু ডাবল পার্টনার মৌমা দাসকে পেয়ে মাধুরিকা পাটকর সিঙ্গাপুরের জুটি তিয়ানয়েই ফেন ও মেনগু ইয় কে ১১-৭, ১১-৬, ৮-১১, ১১-৭ তে হারিয়ে ২-১ এগয়ে যায় ভারত। এরপর মনিকা স্ট্রেট সেটে ১১-৭, ১১-৪, ১১-৭ ইয়াহান ঝৌ কে হারিয়ে ভারতের হয়ে সপ্তম সোনা জয় লাভ করেন।
Be the first to comment