২০৮ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ভারতীয় ব্যাটসম্যানরা শুরু করেছিলো তাদের দ্বিতীয় ইনিংস। কিন্তু কেপটাউনের সবুজ পিচে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায়ের মত আত্মসমর্পণ করলো ভারতের টপ-অর্ডারের ব্যাটসম্যানরা। দুই ওপেনার শিখর ধাওয়ান ১৬, মুরলি বিজয় ১৩ রান করে সাজ ঘরে ফিরে যান। এরপর আসেন চেতেশ্বর পুজারা। তিনিও ৪ রান করে আউট হয়ে যান। এরপর বিড়াত কোহলি ২৮, রোহিত শর্মা ১০ এবং হার্দিক পান্ডিয়া ১ রান করে আউট হয়ে যান। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতীয় দল ৬ উইকেটে ৭৭ রান সংগ্রহ করেছে। এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের হার শুধু সময়ের অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা ভেস্তে যাওয়ার পরে চতুর্থ দিন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে সেটাই দেখার ছিলো।
ভারতীয় দল এই টেস্টে ভাল জায়গায় ছিলো না। দ্বিতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ১৪২ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার পরে যে দু’দিন থাকবে ৯৮ ওভার করে খেলা হওয়ার কথা। সেই অনুযায়ী চতুর্থ দিন খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা চাইবে সম্ভব রান তুলে নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে তাদের পেসারদের সামনে ফেলে দিতে। সেক্ষেত্রে কোহলিদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট চাপে থাকবে তা বলাই বাহুল্য। কিন্তু আজ চতুর্থ দিন ভারতীয় পেসারদের দাপটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ১৩০ রানে শেষ হয়ে যায়। মহম্মদ শামি, বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার দের দাপটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়াতে পারেননি। এবি ডে ভিলিয়ার্স ৩৫ রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে ভুবনেশ্বরের বলে আউট হয়ে যান। শামি ৩ উইকেট, অভিষেক ম্যাচ খেলতে নামা বুমরাহও ৩টি উইকেট নেন। দুটি করে উইকেটে দখল করেন ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়া। ভারতকে এই টেস্ট ম্যাচ জিততে হলে ২০৮ রান করতে হবে।
Be the first to comment