সম্পদের হিসেবে বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত

Spread the love

বিশ্বে মোট সম্পদের হিসেবে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান এক সমীক্ষায় এই তথ্য জানিয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে আমেরিকা এবং চিন। সমীক্ষায় বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, আমেরিকায় মোট সম্পদের পরিমাণ ৬৪,৫৮৪ বিলিয়ন ডলার। চীনের সম্পদ আছে ২৪,৮০৩ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা জাপানের সম্পদের পরিমাণ ১৯,৫২২ বিলিয়ন ডলার। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। ভারতের মোট সম্পদ ৮,২৩০ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে ব্রিটেন (৯,৯১৯ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে আছে জার্মানি (৯,৬৬০ বিলিয়ন ডলার)। এছাড়াও সপ্তম স্থানে ফ্রান্স (৬,৬৪৯ বিলিয়ন ডলার), অষ্টম স্থানে কানাডা (৬,৩৯৩ বিলিয়ন ডলার), নবম স্থানে অস্ট্রেলিয়া (৬,১৪২ বিলিয়ন ডলার) এবং দশম স্থানে ইটালি (৪,২৭৬ বিলিয়ন ডলার)।
মোট সম্পদ বলতে সমীক্ষায় সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনো দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ (স্থাবর সম্পত্তি, নগদ, ইকুইটি, বাণিজ্যিক অংশীদারিত্ব ইত্যাদি) রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসেবে ধরা হয়েছে। দেনা বা অন্য কোনো দায়বদ্ধতার হিসেব এর মধ্যে ধরা হয়নি। এই হিসেবে সরকারি তহবিলকেও রাখা হয়নি। অর্থাৎ কোন দেশ কত সম্পদশালী তা পরিমাপ করা হয়েছে নাগরিকদের হাতে থাকা মোট সম্পদের পরিমাণের ভিত্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*