চিপকে ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করলো টিম ইন্ডিয়া; পড়ুন!

Spread the love
ধোনি, কোহলি কেউ নেই ৷ প্রতিপক্ষ যতোই দুর্বল ওয়েস্ট ইন্ডিজ হোক ৷ টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের একেবারে পাত্তা না দেওয়াটাও মোটেই যুক্তিসঙ্গত নয় ৷ কিন্তু রোহিতের এই দল দেখাল দলের দুই মহান তারকাদের ছাড়াও তারা হেলায় ম্যাচ জিততে পারে ৷ ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ালেও চিপকে ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া ৷
চেন্নাইয়ে এদিন ম্যাচ নিয়মরক্ষার হলেও টি২০ সিরিজ ৩-০-তে জিততে বদ্ধপরিকর ছিল রোহিত ব্রিগেড ৷ তবে চিপকে ১৮২ রানের টার্গেট তাড়া করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ বিশেষ করে ফর্মে থাকা অধিনায়ক রোহিত শর্মা (৪)-র উইকেট শুরুতেই হারিয়ে অস্বস্তিতে পড়েছিল মেন ইন ব্লু’রা ৷ কিন্তু এতদিন সেভাবে রান না পেলেও সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠল শিখর ধাওয়ানের ব্যাট ৷ শেষ ওভারে আউট হয়ে ভারতীয় শিবিরে কিছুটা চাপ বাড়ালেও ৬২ বলে ৯২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে যান তিনি ৷ ধাওয়ানকে যোগ্য সঙ্গত দেন দলের আরেক প্রতিশ্রুতিমান তরুণ ঋষভ পন্থ ৷ ৩৮ বলে ৫৮ রান করেন তিনি ৷ ধাওয়ান এবং পন্থ যখন ব্যাট করছিলেন, তখন একবারও মনে হয়নি ভারতের ইনিংসের শেষ ওভারে কিছু নাটক তখনও অপেক্ষা করছে ৷
প্রথমে পন্থ এবং পরে ধাওয়ান আউট হওয়ার পর ম্যাচ গড়াল একেবারে শেষ বল পর্যন্ত ৷ তৃতীয় টি২০ তখন টাই হওয়ার আশঙ্কা দেখা দিলেও শেষ বলে এক রান নিয়ে দলকে জয় এনে দেন মণীশ পাণ্ডে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*