নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

Spread the love
দিনেশ কার্তিক এবং শিখর ধাওয়ানের অর্ধশতরানের দৌলতে ভারত পুনেতে দ্বিতীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিলো। কার্তিক ৬৪ রানে অপরাজিত থাকেন এবং ধাওয়ান ৬৪ রান করে আউট হয়ে যান। নিউলিল্যান্ডের ২৩০ রানের জবাবে ভারত ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩২ রান করে ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরায়। নিউজিল্যান্ড আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৩০ রান। ভুবনেশ্বর কুমার আজ দারুন বোলিং করে। তিন উইকেট নেয়। নিউজিল্যান্ডের দুই ওপেনারই আজ ভুবির বলে আউট হয়ে যান। এছাড়াও চাহাল ও বুমারাহ দু’টি করে উইকেট নেয়। পান্ডিয়া ও অক্সর পাটেল একটি করে উইকেট নেয়। ম্যান অব দ্য ম্যাচ হন ভুবনেশ্বর কুমার।
25bhuvi-munro-wkt
25dhawan2
25karthik2

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*