শ্রেয়সের ব্যাটে অকল্যান্ডে দুরন্ত জয় ভারতের

Spread the love

তিনি ভরসা জোগালেন । ঠান্ডা মাথায় খেললেন । দলকে জেতালেন। আজ অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের ধৈর্যশীল ও লড়াকু ইনিংসে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি ২০ ম‍্যাচ জিতল ভারত । ৫ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচেই এগিয়ে গেল মেন ইন ব্লুরা ৷ বিশ্বকাপে হারের মধুর বদলাও নিয়ে ফেললেন কোহলিরা।

শুধু ম‍্যাচ জেতানো নয় । অনেক প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করলেন বছর পঁচিশের এই যুবক । এতদিন চার নম্বরে কে নামবে তা নিয়ে একাধিক জল্পনা-বিতর্ক চলছিল । অনেক প্রাক্তন শ্রেয়সের পক্ষে ব্য়াট ধরেছিলেন । আজ শ্রেয়সের ইনিংস হয়তো অনেক সমস্য়ার সমাধান সূত্র দিতে দিতে পারে ।

কিউয়িদের ২০৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত ৷ মিচেল স্যান্টনারের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন হিটম‍্যান। রোহিত আউট হলেও পার্টনারশিপ গড়েন রাহুল ও বিরাট ৷ ১০১ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে ৷ ৫৬ রান করেন রাহুল ৷ তবে তারপরই আউট হন তিনি ৷ রাহুল আউট হতেই ফেরেন কোহলিও ৷ ব্যক্তিগত ৪৫ রানে আউট হন অধিনায়ক ৷ শেষ মুহূর্তে ভরাতকে লড়াইয়ে ফেরায় শ্রেয়সের ব্যাট ৷

কোহলি, শিবম ও মণীশকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে 29 বলে খেলেন ৫৮ রানের ইনিংস ৷ একদিকে উইকেট পড়লেও অন্যদিকে ধৈর্যশীল ইনিংস ৷ উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসেন শ্রেয়স ৷

শুক্রবার অকল্যান্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি ৷ কিন্তু দুই কিউয়ি ওপেনার ইনিংসের দুরন্ত শুরু করেন ৷ গাপটিল করেন ৩০ রান ৷ বাউন্ডারি লাইনে রোহিতের দুরন্ত ক্যাচে আউট হন তিনি ৷ অন্য ওপেনার কলিন মুনরো করেন ৫৯ রান ৷ অর্ধশতরান করেন অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ ৫১ রান করে চহ্বালের বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি ৷ এর পর ঝোড়ো ব্যাটিং করেন রস টেলর ৷ ২০ তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি ৷

ভারতের হয়ে কিউয়ি শিবিরে প্রথম আঘাত হানেন শুবম দুবে ৷ মুনরোকে ফেরান শার্দুল ৷ চহ্বাল নেন ১টি উইকেট ৷ জাদেজা ও বুমরাও নেন একটি করে উইকেট ৷ তবে উইকেট পাননি মহম্মদ শামি ৷ ২০ তম ওভারে বোলিং করতে গিয়ে চোট পান বুমরা ৷ যদিও চোট গুরুতর নয় ৷ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২০৪ রান ৷ এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রানে পৌঁছে যায় ভারত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*