ইতিহাসে ভারত, গাব্বায় রুদ্ধশ্বাস টেস্ট জিতে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Spread the love

ছিল না কোহলি, বুমরাহ, সামি, ঈশান্ত, অশ্বিনরা। কিন্তু ঋষভ, সিরাজ, শার্দুলরা দেখিয়ে দিল তারা তৈরি। গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিনবার বর্ডার-গাভাসকার ট্রফি জিতল ভারত।

শুরুটা হয়েছিল ২০১৮ সালে ৷ সেবার বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় তরুণ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে দুরমুশ করেছিল ৷ তিন বছর পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন হলেও, ফলাফলে কোনও পরিবর্তন হল না ৷ ব্রিসবেনে শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া ৷ ২-১ ফলাফলে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল অজিঙ্ক রাহানেরা ৷ ষেখানে ম্য়াচ জেতানো ইনিংস খেললেন উইকেট কিপার ব্য়াটসম্য়ান ঋষভ পন্থ ৷

মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত ৷ মাত্র ৭ রান করে প্য়াট কামিন্সের বলে উইকেটের পিছনে ক্য়াচ দিয়ে ফিরে যান সহ অধিনায়ক রোহিত ৷ তবে, এখান থেকেই লড়াই শুরু করেন অস্ট্রেলিয়া সফরে ডেবিউ করা শুভমন গিল (৯১) এবং চেতেশ্বর পূজারা (৫৬) ৷ আজ শুরু থেকেই শুভমান গিল নিজের সাধারণ খেলা খেললেও, রক্ষণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেন পূজারা ৷ প্রথম ১০০ বলে মাত্র ১১ রান করেন তিনি ৷ চা বিরতির পর আউট হওয়ার আগে তিনি ২১১ বল খেলে ৫৬ রান তোলেন ৷ ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল ৷ শুভমন ও পূজারা ছাড়াও ভারতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইংনিস খেলেন উইকেট-কিপার ব্য়াটসম্য়ান ঋষভ পন্থ ৷ তিনি ১৩৮ বলে ৮৯ রান করেন ৷

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্য়াট কামিন্সের ৷ তিনি ৪ উইকেট নেন ৷ ২ উইকেট নেন অফ স্পিনার নাথন লায়েন ৷

ব্রিসবেনের গাব্বায় প্রথম ইনিংসে ৩৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া ৷ যেখানে ১০৮ রানের উল্লেখযোগ্য় ইনিংস খেলেন মার্নস লাবুশেন ৷ জবাবে, প্রথম ইনিংসে শুরুটা ভালো করেনি ভারতীয় দল ৷ শুরুতেই শুভমনের উইকেট হারায় ভারত ৷ রোহিত, পূজারা, রাহানে, ময়ঙ্করা শুরুটা ভালো করলেও, তা বড় ইনিংসে পরিবর্ত করতে ব্য়র্থ হন তাঁরা ৷ এই অবস্থায় ভারতীয় ইনিংসের হাল ধরেন লোয়ার মিডল অর্ডারে নামা ওয়াশিংটন সুন্দর (৬২) এবং শার্দুল ঠাকুর(৬৭)৷ এই দুই তরুণ ক্রিকেটারের লড়াইয়ে ভারত ৩৩৬ রান তোলে ৷

প্রথম ইনিংসে ৩৩ রানে পিছিয়ে থাকলেও, ভারতীয় অনভিজ্ঞ তরুণ বোলিং লাইন আপের দুর্দান্ত পারফরম্যান্সে ম্য়াচে কামব্য়াক করে ভারত ৷ ২৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ টেস্ট কেরিয়ারে নিজের প্রথম ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*