সীমান্তের ওপারে হামলায় ফের সাফল্য সেনার

Spread the love

গোলা বর্ষণ করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করলো ভারতীয় সেনা। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের ৪টি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত। এই ঘটনায় নিহত হয়েছে প্রায় ১৫ জন জঙ্গি ও ৫ জন পাকিস্তানি সেনা। তবে এর আগে দুই বার সার্জিকাল স্ট্রাইক চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় জওয়ানরা।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর একটি কনভয়। ৭০টি গাড়িতে ছিলেন প্রায় ২৫০০ জওয়ান ৷ সেই কনভয়ে পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গি। শহিদ হয়েছিলেন ৪০ জওয়ান। এর জবাবেই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় খাইবার পাখতুনখাওয়া এলাকায় জইশ-এর একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড।

তার আগে ২০১৬ সালে ১৬ সেপ্টেম্বর উরিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই অভিযানেও ভারতের সেনা একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছিলো। মোদী জমানায় বারবার পাক-অধিকৃত কাশ্মীরে পাক-হামলা হয়েছে। সরাসরি পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতও ৷ সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে চলেছে পাক সেনা। বেড়েছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো হচ্ছে ৷ কিন্তু সেই প্রচেষ্টা সুদূরপ্রসারী হতে পারে না, আশ্বাস ভারতীয় সেনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*