ভারতীয় মুদ্রার দরের পতনের সর্বকালীন রেকর্ড হল। বৃহস্পতিবার ০.৭ শতাংশ কমে যাওয়ার ফলে ডলারের দাম হয়েছে ৬৯.০৯ টাকা। এর আগে ২০১৬ সালের নভেম্বরে ডলারের দাম উঠেছিল ৬৮.৮৬ টাকা। অশোধিত তেলের দর বাড়া আর বাজারে শেয়ার বিক্রির ধাক্কায় এই অবস্থা। ৬ মাসের মধ্যে ডলারের তুলনায় সবথেকে বেশি দর কমেছে চিনের ইউয়ানেরও। ভারতে ক্রমাগত শিল্পের পুঁজির অন্য দেশে সরে যাওয়ানও বাণিজ্য ঘাটতি রয়েছে টাকার পতনের মূলে। তার মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক তাদের দ্বিবার্ষিক আর্থিক স্থায়িত্ব সংক্রান্ত রিপোর্টে ব্যাঙ্ক সেক্টরে নৈরাশ্যের কথা শুনিয়েছে।
Be the first to comment