করোনা পরিস্থিতির পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। কর সংগ্রহের পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। অর্থ মন্ত্রকের তথ্য বলছে, জানুয়ারি মাসে কেন্দ্রের জিএসটি সংগ্রহ হয়েছে ১.১৯ লক্ষ কোটি টাকার,যা সর্বকালীন রেকর্ড।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসের জিএসটি আদায়ের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। এই সময়ে সরকারের কাছে জমা পড়া জিএসটির পরিমাণ প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। গত মাস, অর্থাৎ ডিসেম্বরে জমা পড়া জিএসটির পরিমাণ ছিল ১.১৫ লক্ষ কোটি টাকার।
Be the first to comment