এবছরটা দারুণ কাটাল ভারতীয় ফুটবল। ১০ জন নিয়ে খেলে দেশের আন্ডার ২০ ফুটবল টিম মেসির দেশ আর্জেন্টিনাকে হারিয়েছে এবছরই। স্পেনে আর্জেন্টিনাকে তারা হারিয়েছে ২-১ গোলে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে বিশ্বের সমীহ আদায় করেছে তারা। তেমনই আন্ডার ১৬ ছেলেরা আম্মানে সৌদি আরবকে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে হারিয়েছে। এবার ২০১৯ সালের এএফসি কাপে স্টিফেন কনস্টেনস্টাইনের নেতৃত্বে ভারতের টিমের দিকে তাকিয়ে সবাই।
ঘরোয়া ফুটবলে রিয়াল কাশ্মীর আই লিগে দারুণ ভালো খেলেছে। তবে এবছর চমকে দিয়েছেন ভারতীয় কুস্তিগিররা। প্রায় সুপারস্টারের পর্যায়ে চলে গিয়েছেন বজরং পুনিয়া আর ভিনেশ ফোগত। অলিম্পিকের আশা জাগিয়ে জাকার্তা এশিয়াডে সোনা জিতেছেন দুজনেই। এবছরই চুক্তিভিত্তিক পেশাদারিত্ব শুরু হল কুস্তিতে। তবে হতাশ করেছেন সুশীল কুমার আর সাক্ষী মালিক। তবু সান্ত্বনা, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন সুশীল। পূজা ধান্ধা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে জিতেছেন রুপো।
Be the first to comment