এইমস-এর নির্দেশিকার প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

Spread the love

শুধুমাত্র উপসর্গ রয়েছে এমন স্বাস্থ্যকর্মীদেরই করোনা পরীক্ষা করা হবে। রেজাল্ট পজিটিভ এলে তাঁরা আইসোলেশনে থাকবেন। তবে, উপসর্গহীনদের কোয়ারেন্টিনে পাঠানো হবে না। এইমস-এর এই নির্দেশিকার প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

বিরক্তি প্রকাশ করে সংগঠনের তরফে বলা হয়েছে, এই নির্দেশিকা স্বাস্থ্যকর্মীদের প্রতি অমানবিক আচরণের নিদর্শন। অথচ এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের এবং নিজেদের পরিবারের সদস্যদের জীবন বিপদে ফেলেও কাজ করে চলেছেন। শুধু তাই নয়, এই মর্মে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবকে চিঠিও লিখেছে আইএমএ। 

চিঠিতে আইএমএ-র তরফে বলা হয়েছে, যখন কোনও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন এবং শরীরে উপসর্গহীন কোভিড তৈরি হয়, তখন সেই স্বাস্থ্যকর্মীও এই ভাইরাসের বাহক। রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তিনিও সংক্রমণ ছড়িয়ে ফেলতে পারেন।