জাদুঘরে গুলিকাণ্ডে গুরুতর জখম সিআইএসএফ কর্মীর অবস্থা এখন স্থিতিশীল ৷ তাঁর শরীরে বিদ্ধ গুলি বের করা সম্ভব হয়েছে ৷ ইমার্জেন্সি থেকে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে ৷ এ কথা জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
জাদুঘরে গুলিচালনার ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুবীর ঘোষ ৷ তিনি ট্রমা কেয়ারে ভর্তি আছেন । গতকাল রাতেই তাঁকে ট্রমা কেয়ারের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল । তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে ।
হাসপাতাল সূত্রে খবর, সুবীর ঘোষের গুলি লেগেছিল ডান হাতের কব্জি ও কনুইয়ের মাঝে । তবে গুলিটি আর ভিতরে আটকে নেই । সেটি বের করা সম্ভব হয়েছে ৷ তাই অনেকটাই স্বস্তিতে চিকিৎসকরা । সুবীর ঘোষের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল টিম । যেখানে রয়েছে পালস্টিক সার্জেন, সার্জেন ও অর্থোপেডিক ।
Be the first to comment