জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এদেশে তথ্যপ্রযুক্তি কম্পানির চাকরি ছেড়ে পড়াশোনা করতে কানসাস যান শারথ। সেখানে ইউনিভার্সিটি অফ কানসাসে পড়াশোনা করতেন। গতরাতে সেখানকার স্থানীয় একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেসময় একদল দুষ্কৃতী ওই রেস্তরাঁয় ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচটি গুলি লাগে শারথের শরীরে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের তরফে ইতিমধ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তরা দ্রুত ধরা পড়ার পাশাপাশি যাতে তাদের কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
Be the first to comment