স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য স্ত্রীকে দিয়ে, জরিমানার মুখে ব্যাঙ্ক। প্রায় ১০ হাজার টাকা জরিমানার মুখে আমেদাবাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সরদনগর শাখা।
জানা গেছে, দীনেশ পামনানি নামের এক ব্যক্তির তিন বছরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। তাও আবার দিনেশের অনুমতি ছাড়াই। বিষয়টি নিয়ে আমেদাবাদের ‘ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট ফোরামে’র দ্বারস্থ হন। তার দাবি অনুযায়ী, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে কোর্টে। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে বাড়তি সুবিধা পাবেন স্ত্রী। এটা তার নিজের অ্যাকাউন্ট। তাই তার অনুমতি ছাড়া ব্যাঙ্ক অন্য কাউকে তথ্য দিতে পারেনা। আবার সেই তথ্য দেওয়ার জন্য সার্ভিস চার্য হিসেবে ১০৬ টাকাও কেটে নিয়েছে ব্যাঙ্ক। মোবাইলে এসএমএস পেয়ে বিষয়টি জানতে পারেন দীনেশ।
Be the first to comment