
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা মজবুত করতে মরিশাস পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের এই সফরে দ্বীপরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন মোদি। সেই সঙ্গে, দুই দেশের মধ্যে দীর্ঘ কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে সেদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। দু’দিনের মরিশাস সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সফরের প্রথমদিনে প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের পাশাপাশি প্রেসিডেন্ট ধরম গোখুল ও বাকি শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদির। সেই সঙ্গে, ভারত বিনিয়োগকারী এমন ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। পাশাপাশি, সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে সিভিল সার্ভিস কলেজেরও উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী।

মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের আমন্ত্রণে এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছতেই মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নবীন। মোদিকে অভ্যর্থনা জানাতে মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রায় ২০০ জন কূটনীতিক ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা। দু’দিনের এই সফর প্রসঙ্গে আশাবাদী মোদি। দ্বীপরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছনো মাত্রই এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়ে পোস্টও করেন তিনি। সেখানে লেখেন, “বন্ধু তথা প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের অভ্যর্থনায় আপ্লুত। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী।”
সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ বাণিজ্যিক প্রসার ঘটাচ্ছে চিন। পাশাপাশি, নিরাপত্তা খাতেও শক্তি বাড়াচ্ছে বেজিং। এই আবহে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরিশাস সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মত কূটনৈতিক মহলের। সফর শুরুর আগে সেই ইঙ্গিত পাওয়াও গিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লেখেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলে মরিশাসের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বন্ধুও বলা যেতে পারে। সেই সঙ্গে, আফ্রিকা মহাদেশের অন্যতম প্রবেশদ্বার। দুই দেশের এই সম্পর্ক আরও মজবুত করার উদ্দেশ্যে আমার এই সফর।” প্রধানমন্ত্রীর আশা তাঁর এই সফর দু’দেশের সম্পর্কে ‘নতুন ও উজ্জ্বল’ অধ্যায়ের সূচনা করবে।
Be the first to comment