যাত্রী আকর্ষণ বাড়াতে ফের দুর্দান্ত সুযোগ রেলের ৷ এবার যাত্রীদের নির্ধারিত দামের প্রায় অর্ধেক টাকাতেই টিকিট বুক করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল ৷ সম্প্রতি রেলওয়ে-এর অফিসিয়াল ওয়েবসাইটেই এই সুযোগের কথা জানানো হয়েছে।
চাকরিপ্রার্থী, পরীক্ষার্থী, বেকার যুবক-যুবতীদের কথা ভেবে ট্রেন টিকিটের দামে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে ভারতীয় রেল ৷ এতদিন বাকি ক্ষেত্রে সুযোগ-সুবিধের মতো রেল টিকিটের দামে ছাড় পেতেন শুধুমাত্র প্রবীণ ষাটোর্ধ্ব নাগরিকেরা ৷ তবে এবার শুধু সিনিয়র সিটিজেন নয়, টিকিটের দামে ছাড় পাবেন পড়ুয়া, চাকরিপ্রার্থী ও বেকার যুবক-যুবতীরাও ৷ রেলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বেকার যুবক-যুবতীদের ক্ষেত্রে টিকিটের দামে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ কোনও সরকারি পরীক্ষায় আবেদনকারী বা চাকরির পরীক্ষার পরীক্ষার্থী, বেকার যুবক-যুবতীদের সুবিধার্থে রেল টিকিটের দামে বিপুল ছাড় দিচ্ছে ভারতীয় রেল ৷ এবার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, এমনকি সরকারি আন্ডারটেকিং কোনও সংস্থার শূন্যপদে নিয়োগের জন্য হওয়া পরীক্ষা দিতে কোনও পরীক্ষার্থী যদি ট্রেনে করে যান, তাহলে টিকিট বুকিংয়ের সময় ৫০ শতাংশ ছাড় পাবেন বেকার যুবক-যুবতীরা ৷ কেন্দ্র বা রাজ্য সরকার আয়োজিত যেকোনও সরকারি শূন্যপদে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা এমনকী ইন্টারভিউতে পৌঁছনোর জন্যেও চাকরিপ্রার্থীরা এই ছাড় পাবেন ৷
Be the first to comment