যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল৷ আগামী কয়েক মাসের মধ্যে কমবে দক্ষিণ-পশ্চিম রেলের ৫টি এক্সেপ্রেস ট্রেনের ভাড়া৷ এই ট্রেনগুলি বেঙ্গালুরু, মাইসুরু এবং গদগ থেকে ছাড়ে৷ বেশি যাত্রী টানতে প্রাথমিক ভাবে বাতানুকূল কামরার ভাড়াই কমানো হচ্ছে বলে রেল সূত্রে খবর৷
এসি কোচের ভাড়া কমবে ২৩৫ টাকা পর্যন্ত৷ দক্ষিণ-পশ্চিম রেলের মুখপাত্র জানিয়েছেন মাইসুরু ও চেন্নাই-এর মধ্যে শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভাড়া কমছে। এই ট্রেনটি বেঙ্গালুরু হয়ে যায়৷ প্রথমে শতাব্দীর লোয়ার এসি কোচের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তাতে দেখা যায়, যাত্রীসংখ্যা আগের থেকে বেড়েছে৷ তার পরই ওই রুটের অন্যান্য ট্রেনগুলির ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
কর্নাটকের কালবুর্গি থেকে মহারাষ্ট্রের শোলাপুরগামী গদগ-মুম্বই এক্সপ্রেস ট্রেনের এসি কোচের ভাড়া ৬০ টাকা কমে ৪৯৫ টাকা থেকে হয়েছে ৪৩৫ টাকা৷ নভেম্বর ১১ থেকে এই নয়া ভাড়া চালু হবে৷ভাড়া কমেছে মাইসুরু-সিরডি এক্সেপ্রেসের ট্রেনের ভাড়াও৷ এসি কোচের ভাড়া ২৬০ টাকা থেকে কমে হয়েছে ২৩৫ টাকা৷ এই ভাড়া কার্যকরী হবে ডিসেম্বর ৩ থেকে৷
যশবন্তপুর-বিকানের এক্সপ্রেসের থার্ড এসির ভাড়াও কমেছে। বেঙ্গালুরু থেকে হুব্বালি পর্যন্ত ভাড়া ৭৩৫ টাকা থেকে কমে হয়েছে ৫৯০ টাকা। ৩০ নভেম্বর থেকে কার্যকরী হবে এই ভাড়া। একই সঙ্গে যশবন্তপুর-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া কমেছে ৪০ টাকা৷ আগে এই ট্রেনের থার্ড এসি কোচের ভাড়া ছিল ৩৪৫ টাকা৷ সেখান থেকে কমে হয়েছে ৩০৫ টাকা৷ ২২ নভেম্বর থেকে চালু করা হবে নতুন ভাড়া ৷ যশবন্তপুর-হুবলি সাপ্তাহিক এক্সপ্রেসের টিকিটের দাম ৭৩৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫৯০ টাকা ৷
Be the first to comment