এবার পরীক্ষার্থীদের জন্য আরও বড় সুখবর শোনাল ভারতীয় রেল। বয়স সীমার পর এবার কমিয়ে দেওয়া হল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। এবার গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আইটিআই বা সমতুল্যের ডিগ্রির বদলে কমিয়ে মাধ্যমিক করার কথা ঘোষণা করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট কর্তৃপক্ষ, অর্থাৎ দশম শ্রেণী পাশ করলেই এবার বসা যাবে রেলের পরীক্ষায়।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল শিক্ষাগত যোগ্যতা কমানোর ক্ষেত্রে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দেশের নানা জায়গায় চাকরিপ্রার্থীরা শিক্ষাগত যোগ্যতামান নিয়ে অভিযোগ করছিলেন। পরীক্ষার্থীদের অভিযোগ মেনে রেলের শূন্যপদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতামান কমিয়ে মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে বয়সসীমাও বাড়ানো হয়েছে।
Be the first to comment