শনিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। মূল প্রবেশদ্বারের একাংশ হঠাতই ভেঙে পরায় ধোঁয়ার মত ধুলো উড়ে যায়। জীবনহানির তথ্য নেই বলা হলেও এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন, হাওড়ার ডিআরএম ইশা খান। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে কোনও মন্তব্য করেননি। তা তদন্তসাপেক্ষ বলেই জানান তিনি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে ডিএম, ইঞ্জিনিয়ার, দমকলকর্মী, আরপিএফ, সিভিল ডিফেন্স আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। খতিয়ে দেখার জন্য উচ্চপদস্থ আধিকারিকরাও চলে গিয়েছেন। মজুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। গোটা স্টেশন চত্বরকে ঘিরে ফেলা হয়েছে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে উদ্বিগ্ন যাত্রী থেকে কর্মীরা।
এখনও পর্যন্ত কেউ মারা না গেলেও চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তাঁকে পূর্ব রেলের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
হাওড়ার ডিআরএম ইশা খান আরও বলেন যে এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না। তবে মনে করা হচ্ছে যে, কোনও মুহূর্তে বাকি অংশটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আর তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে স্টেশন চত্বরে।
রাজ্যের তরফেও ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলকে পাঠানো হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কিন্তু এখনও পর্যন্ত কোনও উদ্ধারকাজ শুরু হয়নি বলেই জানা যাচ্ছে।
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি
A PORTION OF THE ROOF NEAR ENQUIRY COUNTER OF BARDDHAMAN STATION COLLAPSED
While roof repairing work was going on at Barddhaman Shed, a portion of the roof collapsed near enquiry counter of the portico about 20-20 hrs. Two passengers were injured and they were sent to Burdwan Medical College. Rly doctor is there to take care. DRM HWH has rushed to rhe spot.
Fire brigade and civil Defence were called and they have reached the spot immediately.Senior Railway Officials are rushing to the site. Ambulance ia also kept as standby.
HELP LINE NUMBERS IN CONNECTION WITH THE INCIDENT AT BWN:
PIC HELP LINE: 033-26411661
ENQUIRY HELP NO: 033-26413660
033-26402241
033-26402242
03326402243
Nobody is trapped under the debris. Train services are not affected. A three member JAG committee has been formed to conduct inquiry into the cause of the incident.
There is also no stampede.
Be the first to comment