১৫ এপ্রিলের পর লকডাউন উঠবে, নাকি আরও বাড়ানো হবে তার মেয়াদ? এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই কারোর কাছে। কিন্তু ভ্রমণপিপাসু গুজরাতিরা তাঁদের বেড়ানোর প্ল্যান তৈরি করে ফেলেছেন।
১৫ এপ্রিল লকডাউন উঠলেই বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত গুজরাতিরা। অন্তত ট্রেনের সংরক্ষণের তালিকা সেরকমই বলছে। ১৫ এপ্রিলে রাজধানী এক্সপ্রেস ছাড়া গুজরাত থেকে দিল্লিগামী কোনও ট্রেনে আর আসন ফাঁকা নেই। গুজরাত থেকে মুম্বইগামী ৩০টি ট্রেনেও একই ছবি।
গুজরাত থেকে দিল্লি ও মুম্বইগামী যে সব ট্রেনে স্লিপার ক্লাস রয়েছে, সেগুলিতে ইতোমধ্যে লম্বা ওয়েটিং লিস্ট। ১৫ এপ্রিলে অহমদাবাদ থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসের ভাড়া বেড়ে হয়েছে ২৩৩৫ টাকা। এই ট্রেনের চাহিদা বেশি থাকার কারণেই ডায়নামিক ফেয়ার এত বেশ বলে জানিয়েছেন এক রেল আধিকারিক।
Be the first to comment