ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ ও ওয়ানডের দল ঘোষণা

NOTTINGHAM, ENGLAND - AUGUST 30: The Indian team wait for a review decision for the wicket of Joe Root during the third Royal London One-Day Series match between England and India at Trent Bridge on August 30, 2014 in Nottingham, England. (Photo by Michael Steele/Getty Images)
Spread the love

জুন মাসের ১৪-১৮ তারিখে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র ঐতিহাসিক টেস্ট খেলবে। মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। এছাড়াও এইদিন ভারতের ইংল্যান্ড সফরের টি-২০ ও ওয়ানডের দল ঘোষণা করলো। ইংল্যান্ডে শুরু হওয়া টি-২০ ও একদিনের সিরিজের আগে ভারতীয় দল আয়ারল্যান্ডের সাথে দুটি টি-২০ ম্যাচ খেলবে। বিরাট কোহলি ভারতীয় দলের সাথে আয়ারল্যান্ডে এই টি-২০ সিরিজ খেলার জন্য যোগ দেবেন। এইদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচেরও দল ঘোষণা করেছে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য একই দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচক মন্ডলী। এই দলে নতুন কোন মুখ নেই। ১৬ জনের দলে আছেন সিদ্ধার্থ কল। যিনি এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত বল করেছেন। এছাড়াও শর্টেস্ট ফরম্যাটের ক্রিকেটে আবার স্বমহিমায় ফিরেছেন পেসার উমেশ যাদব।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল –
বিরাট (অধিনায়ক), শিখর, রোহিত, কেএল রাহুল, রায়না, মনিশ, ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, চাহাল, কুলদীপ, ওয়াসিংটন সুন্দর, ভুবনেশ্বর, বুমরাহ, হার্দিক, সিদ্ধার্থ কল, উমেশ যাদব
এদিন ঘোষণা করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের জন্য ভারতীয় দল। একদিনের দল থেকে বাদ পড়েছেন মনিশ পান্ডে। দলে নেওয়া হয়েছে আইপিএলে চেন্নাই সুপারকিংসের হয়ে দারুণ খেলা আম্বাতি রায়ডুকে। এই দলে আছেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা –
বিরাট (অধিনায়ক), শিখর, রোহিত, কেএল রাহুল, শ্রেয়াস, রায়ডু, ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, চাহাল, কুলদীপ, সুন্দর, ভুবনেশ্বর, বুমরাহ, হার্দিক, কল, উমেশ যাদব
এছাড়াও নির্বাচকমন্ডলী ভারতীয় এ দলের নাম ঘোষণা করেছে যারা ইংল্যান্ডে জুন মাসে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে এবং চার দিনের টেস্ট ম্যাচ খেলবে। এদিন এই দুই ক্ষেত্রেই ভারতীয় দলের নাম ঘোষণা করেছে নির্বাচক মন্ডলী। শর্টেস্ট ফরম্যাটের দলে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার আর চারদিনের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন করুণ নায়ার। এই দুই দলেই স্থান পেয়েছে ভারতের অনূর্দ্ধ ১৯ দলের অধিনায়ক পৃথ্বি শ।
ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় এ দল –
শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), পৃথ্বী, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, এইচ ভিহরি, সঞ্জু স্যামসন, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), বিজয় শংকর, কে গৌতাম, অক্ষর প্যাটেল, ক্রুনাল পান্ডে, প্রসিধ কৃষ্ণ, দীপক চাহার, খলিল আহমেদ, শারদুল
চারদিনের টেস্ট ম্যাচের জন্য ভারতীয় এ দল –
করুণ নায়ার (ক্যাপ্টেন), আর. সমারথ, মায়াঙ্ক আগরওয়াল, এআর এশওয়ারান, পৃথ্বী শ, এইচ.ভিহারী, অংকির বাভেন, বিজয় শংকর, কে এস ভারতী (উইরক্ষক), জয়ন্ত যাদব, শাহবাজ নদীম, অঙ্কিত রাজপুত, মো. সিরাজ, নবদ্বীপ সেনী, রজনীশ গুরুবাণী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*