আগামী ১৪ই জুন ব্যাঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। ভারতের মাটিতে আফগানদের এই ঐতিহাসিক অভিষেক টেস্টে কোহলি খেলবেন না এটা আগেই জানা গেছে। এবার জানা গেল ভারতীয় দলের প্রথম সারির নয়জন ক্রিকেটার ওই টেস্টে বিশ্রামে থাকবেন। বিরাট কোহলি এই সময় ইংলিশ কাউন্টিতে খেলবেন। ভারতীয় অধিনায়ক যদি বিশ্রামে থাকতেন তবুও এক কথা ছিল। কিন্তু দেশের টেস্ট বাদ দিয়ে কাউন্টি খেলতে যাওয়ায় সমালোচিত হচ্ছেন কোহলি। কোহলিকে সমালোচনা থেকে বাঁচাতে হোক বা আইপিএলের পরে ইংল্যান্ড সফর মাথায় রেখে হোক নয়জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্র থেকে জানা গেছে, আফগানদের বিরুদ্ধে টেস্টে অধিনায়ক কোহলির পাশাপাশি চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, শেখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ এবং ইশান্ত শর্মা থাকবেন না।
আফগানরা ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে মাঠে নামবে। এরপর জুলাই-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে বিরাট কোহলির দল। ভারত ওই সিরিজকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ৮ মে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা হতে পারে ভারতের।
ফাইল ছবি
Be the first to comment