দেশের প্রথম উল্লম্ব লিফট রেল সেতু! রামনবমী উপলক্ষ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রবিবার, ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে রামেশ্বরমে নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ।
এর পরে, তিনি রামেশ্বরমে অবস্থিত বিখ্যাত রামানাথস্বামী মন্দিরেও প্রার্থনা করবেন। এরপর, দুপুর ১.৩০ মিনিটে, তিনি তামিলনাড়ুতে ৮,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

এই জায়গাতেই ১৯১৪ সালে তৈরি হয়েছিল ভারতের প্রথম সি-রেল ব্রিজ—পুরনো পম্বন সেতু। এক সময় শ্রীলঙ্কা পর্যন্ত পণ্য আদান-প্রদানের পথ ছিল এই সেতু। কিন্তু সমুদ্রের ক্ষয়কারী প্রভাব আর সময়ের ভারে নতজানু হয়ে পড়েছিল সেই কাঠামো। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, আধুনিক প্রযুক্তিতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।
এই সেতু শুধু রেলপথ নয়—এটা ভক্তদের কাছে রামেশ্বরম যাওয়ার সহজ রাস্তা, পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান এবং দেশের পক্ষে এক কৌশলগত সংযোজন। ভারতের মূল ভূখণ্ড থেকে ধনুষকোটি পৌঁছানো যেমন সহজ হবে, তেমনই শ্রীলঙ্কা এখন যেন আরও কাছে চলে আসবে—মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে। ফলে আজ অর্থাৎ ৬ এপ্রিল ভারতবাসীর সামনে খুলে যাবে সমুদ্রের উপর দিয়ে রেল চলার এক নতুন যুগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*