সোমবার ১৪ যাত্রীকে গোয়া বিমানবন্দরে রেখেই হায়দ্রাবাদে উড়ে গেলো ইন্ডিগোর বিমান। আটকে পড়া যাত্রীদের অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্বেও কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমানটি নির্ধারিত সময়ের আগে ছেড়ে গিয়েছে। রাত ১০টা ৫০ মিনিটে গোয়া থেকে হায়দ্রাবাদগামী ৬E ২৫৯ বিমানটি ছাড়ার কথা ছিল। যাত্রীদের অভিযোগ, ২৫ মিনিট আগেই বিমানটি ছেড়ে দেয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। তাদের দাবি, বারবার করে ঘোষণা করলেও কোনও লাভ হয়নি। বোর্ডিং গেট বন্ধ হয়ে গিয়েছিল ১০টা ২৫ মিনিটে। আর ওই যাত্রীরা গেটে পৌঁছন ১০টা ৩৩ মিনিটে।
পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে, যে যাত্রীরা সঠিক সময়ে বিমানে উঠেছেন, তাঁদের স্বার্থে গেট বন্ধ করে দেওয়া হয় এবং যাঁরা দেরিতে পৌঁছোন তাঁদের উঠতে দেওয়া হয়নি। ইন্ডিগো আরও জানিয়েছে, ওই যাত্রীদের ত্রুটি সত্ত্বেও তারা মঙ্গলবার সকালের ফ্লাইটে বিনা খরচে তাঁদের নিয়ে গেছে।
Be the first to comment