মাঝ আকাশে ইঞ্জিন বিকল, যাত্রীদের আতঙ্কে ফেললো ইন্ডিগো বিমান

Spread the love

বিভ্রাটের নাম ইন্ডিগোর বিমান, এবার মাঝ আকাশে ইঞ্জিন বিকল। পোর্টব্লেয়ার থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান উড়ল ঠিক ভাবেই। কিছুক্ষণের মধ্যে  সেই ওড়াই আতঙ্কে পরিণত হল। পাইলট ও অন্যান্য কর্মীদের হঠাৎ ঘোষণা, বিমানের ইঞ্জিন বিকল।ততক্ষণে প্লেন মাঝ আকাশে। মারাত্মক এই যান্ত্রিক বিপর্যয়ের  ঘটনাটি ২৩ ডিসেম্বরের। মাঝ আকাশে বিমান যাত্রীদের আতঙ্কে ফেলে ইন্ডিগো A320 বিমান।

বড়সড় দুর্ঘটনার কবল থেকে  বেঁচে যায় বিমানটি। পাইলটের তৎপরতায় পোর্ট ব্লেয়ারেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়।তবে, আবারও ইন্ডিগোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। কারণ, পর পর কয়েকটি বিভ্রাট সংক্রান্ত ঘটনায় জড়িয়েছে ইন্ডিগোর নাম। কয়েকদিন আগেই লখনউ-দিল্লি ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ছড়ায়। টেক অফের আগেই বিমানে বোমা থাকার খবর আসে। বিমানকে ফিরিয়ে এনে তল্লাশি চালানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর বিমান ছাড়ে। তারও আগে ইন্ডিগোর বিমানে ধোঁয়া ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়।

এছাড়াও, ইন্ডিগোর কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগও বার বার উঠেছে। এই সবকিছুর মধ্যেই নতুন বিভ্রাট মাঝ আকাশে ইঞ্জিন বিকল। ইন্ডিগো সূত্রে খবর, ২৩ ডিসেম্বর যান্ত্রিক বিভ্রাটের জেরে ফিরে আসা বিমানটি এখনও পোর্ট ব্লেয়ারেই আছে। ইঞ্জিন বদলের কাজ চলছে। গত এক মাসে বেশ কয়েকটি ইন্ডিগো বিমান এভাবেই কোনও না কোনও ত্রুটির কারণে বারবার ফিরে এসেছে। তাই প্রশ্ন উঠছে, কেন আগে থেকে খতিয়ে না দেখে বিমানকে রান-ওয়েতে নিয়ে আসা হয়।

ইন্ডিগো বিমানের বিভ্রাট সমস্যা অসামরিক বিমান পরিবহনের বৈঠকেও সমালোচিত হয়েছে। ‘সবচেয়ে খারাপ বিমান পরিষেবা’ হিসেবে ইন্ডিগোর নাম উঠে এসেছে। জানা যাচ্ছে, উৎসবের দিনে এই বিমান সংস্থার বর্ধিত ভাড়াও সমালোচনার মুখে পড়ে।
একটি রিপোর্ট বলছে, এই ধরণের বিভিন্ন কারণেই  ইন্ডিগোর প্রতি ভরসা হারিয়ে ফেলছেন যাত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*