লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে নারী সুরক্ষার বার্তা, নাম না করেও আরজিকর নিয়ে সরব মোদি

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

লালকেল্লার প্রাকার থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রীর ভাষণে নারীর নিরাপত্তা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে একত্রে কাজ করতে হবে। পাশাপাশি এ দিনের ভাষণে তিনি বলেন, একথাও ঠিক যে এখন অপরাধীদের সাজা হচ্ছে। দৃষ্টান্তমূলক সাজাগুলির প্রচার হওয়া দরকার। যাতে অপধারীরা ভয় পায়।
এদিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে যে ভাষণ রাখেন সেখানে কলকাতা বা পশ্চিমবঙ্গের নাম না নিলেও, আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে যে বিক্ষোভ গোটা দেশে ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি। এবং নারী নির্যাতন – ধর্ষণের বিরুদ্ধেও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। রাজ্য সরকারগুলিকে আরও কঠোর হতে হবে। দোষীদের শাস্তির খবর ছড়িয়ে দিতে হবে, যাতে এই ঘটনা আর কখনও না হয়। মোদি বলেন, উন্নয়নে মহিলাদের অংশীদারিত্ব রয়েছে। তবে একইসঙ্গে খারাপ খবরও আছে। নারীদের উপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। রাজ্য সরকারগুলিকে বলব, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত।
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে মেডিক্যাল শিক্ষায় আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দেন। বলেন, আগামী পাঁচ বছরে দেশে এমবিবিএসের ৭৫ হাজার নতুন আসন চালু করা হবে। ছেলেমেয়েদের মোটা টাকা খরচ করে বিদেশে মেডিকেল শিক্ষার জন্য যেতে হচ্ছে। আমরা দেশেই তাদের শিক্ষার সুযোগ করে দিতে চাই।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুই দেশ থেকেই বিপুল সংখ্যায় মেডিক্যাল পড়ুয়াদের দেশে ফেরাতে হয় সরকারকে। হালে বাংলাদেশে অস্থিরতা শুরুর পরও সে দেশে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের দেশে ফেরাতে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*