বিচারক কি সবসময় নিরপেক্ষ রায় দিতে পারেন? মামলার শুনানি চলাকালীন মন্তব্য করলেন ইন্দিরা ব্যানার্জী

Spread the love
আদালতে বিচারকের রায়ই শেষ কথা। কিন্তু বিচারক কি সবসময় নিরপেক্ষ রায় দিতে পারেন? তাঁর উপর কি কোনও রকমের প্রভাব ফেলার চেষ্টা হয় না? হয়। এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য করেন বিচারপতি ব্যানার্জী। তিনি জানান, শুনানি চলাকালীন ফোনে কেউ একজন তাঁকে এই মামলার ব্যাপারে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এমনকী সেই ব্যক্তি ইন্দিরা ব্যানার্জীকে এও বলেছিলেন যে তাঁর কথা যেন হালকা ভাবে না নেওয়া হয়।
এই কথা শুনে ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি অরুণ মিশ্র ইন্দিরা দেবীকে বলেন, এই ঘটনার পরে তিনি কি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। যদি চান, তাহলে তিনি সেটা করতে পারেন। সেই কথার উত্তরে ইন্দিরা ব্যানার্জী বলেন, এইভাবে মামলা থেকে সরে গেলে আদালতের অবমাননা করা হবে। সেটা তিনি চান না।
ইন্দিরা ব্যানার্জী সম্প্রতি শীর্ষ আদালতে যোগদান করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টে যোগদানের পর বার কাউন্সিলের বেশ কিছু সিনিয়র বিচারক তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। কিন্তু শুভেচ্ছা জানানোর পর তাঁরা জমে থাকা মামলার কথা তোলেন। তখন ইন্দিরা দেবী তাঁদেরকে সেই সময় জমে থাকা মামলার ব্যাপারে আলোচনা বন্ধ করতে বলেন।
এই কথা শোনার পর শুনানির সঙ্গে যুক্ত একজন সিনিয়র উকিল তাঁদের আবেদন জানান, বিচারপতিরা যেন এই ধরণের কোনও ব্যাপারে প্রভাবিত না হন, কারণ তার প্রভাব মামলার উপর পড়তে পারে। অনেকেই তাঁদের প্রভাবিত করার চেষ্টা করবেন, কিন্তু তাঁরা যেন নিজেদের জায়গায় ঠিক থাকেন। তাঁর এই আবেদনে সম্মতি জানিয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন, তাঁরা মামলার সওয়াল-জবাব শুনে সেই অনুযায়ী নিজেদের রায় দেবেন। কোনও কিছুই তাঁদের প্রভাবিত করতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*