সম্প্রতি বাংলাদেশে বসেছিল চাঁদের হাট। দুই বাংলার তারকারা এক হয়েছিলেন ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে। এই প্রথম ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই অ্যাওয়ার্ড শো আয়োজিত হয়েছিল। এই অনুষ্ঠানে ভারত থেকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, পাওলি দাম, মীর,কৌশিক গঙ্গোপাধ্যায়।
বিনোদন জগতের সঙ্গে যুক্ত প্রায় ১৫০ জন ভারত থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ থেকে ছিলেন জয়া আহসান, বিদ্যা সিনহা মিম, নুসরত ফারিয়া, পরিমণি।
দেখে নেওয়া যাক ভারত থেকে কে কী পুরস্কার পেলেন-
সেরা ছবি- নগরকীর্তন
সেরা পরিচালক- সৃজিৎ মুখোপাধ্যায় (এক যে ছিল রাজা)
সেরা অভিনেতা- প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (জ্যেষ্ঠপুত্র)
সেরা অভিনেত্রী- পাওলি দাম (কণ্ঠ)
সেরা সহ-অভিনেতা- অর্জুন চক্রবর্তী (ব্যোমকেশ গোত্র)
সেরা সহ-অভিনেত্রী- সুদীপ্তা চক্রবর্তী (উড়নচণ্ডী)
সেরা সঙ্গীত- বিক্রম ঘোষ (ব্যোমকেশ গোত্র)
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ)- অনির্বাণ ভট্টাচার্য (কিচ্ছু চাইনি আমি)
সেরা সঙ্গীতশিল্পী (মহিলা)- নিকিতা গান্ধী (সাইও রে)
সবচেয়ে জনপ্রিয় ছবি- দুর্গেশগড়ের গুপ্তধন
সবচেয়ে জনপ্রিয় অভিনেতা- জিৎ (শেষ থেকে শুরু)
সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী- ঋতুপর্ণা সেনগুপ্ত (আহা রে)
সেরা স্ক্রিনপ্লে- পরমব্রত ও পাভেল (সোনার পাহাড়)
সেরা সিনেমাটোগ্রাফার- গৈরিক সরকার (এক যে ছিল রাজা)
সেরা সম্পাদক- সংলাপ ভৌমিক (ব্যোমকেশ গোত্র)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- রঞ্জিত মল্লিক
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড- আবির চট্টোপাধ্যায় (ব্যোমকেশ গোত্র), রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা)
বাংলাদেশ থেকে সেরা ছবির পুরস্কার পেয়েছে দেবী। হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী নিয়ে তৈরি এই ছবি। এই ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া এহসান।
Be the first to comment