ভারতীয় বিমান পরিষেবার জন্য স্বস্তি ৷ ভারতের বিমানের জন্য খুলে গেল পাকিস্তানের আকাশপথ ৷ মঙ্গলবার সকাল থেকে ভারতের বিমানের পাকিস্তানের আকাশ ব্যবহারে আর কোনও নিষেধাজ্ঞা থাকল না ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকে ভারতের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান ৷ ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো এয়ার ইন্ডিয়া কারণ, পাকিস্তানের আকাশ বন্ধ থাকার জেরে, এয়ার ইন্ডিয়ার একাধিক আন্তর্জাতিক বিমানকে ঘুর পথে যেতে হচ্ছিল ৷ যার জেরে ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার ৷
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ৪১ মিনিট থেকে পাকিস্তান তাদের আকাশপথ ভারতীয় বিমানের জন্য খুলে দেয় ৷ ফলে যে রুটগুলির জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার প্রয়োজন, সেই বিমানগুলিকে আর ঘুর পথে যেতে হবে না ৷ গত ২৬ ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের পরেই ভারতের বিমানের জন্য নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান ৷ শুধু দুটি রুট খোলা রেখেছিল পাকিস্তান ৷ যেখানে পাকিস্তানের আকাশপথে বিমানের ১১টি রুট রয়েছে ৷ পাকিস্তানের আকাশপথ বন্ধ হওয়ায় ইন্ডিগো তাদের দিল্লি থেকে ইস্তানবুল সরাসরি উড়ান চালু করতে পারছিলো না ৷
Be the first to comment