ইন্দোনেশিয়ায় আতসবাজি তৈরির ফ্যাক্সরিতে বিস্ফোরণ হয়। যার ফলে ৪৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে ফ্যাক্টরির এই ইউনিটটি রাজধানী জাকার্তা থেকে অনেক দূরে। ট্যাঙ্গারের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-এর এই ইউনিটের ভেতর বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের ফলে আকাশ কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। পুলিশ জানিয়েছে, কারখানার পেছনে বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে, ইউনিটে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়ে পালানোর জন্য এই মৃত্যু হয়। পুলিশ মোট ৪৬ টা মৃতদেহ উদ্ধার করেছে। ১২ জন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করা হয়েছে
সূত্রের খবর ভোরবেলায় আগুন লাগে। তারপর আগুন নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টা বেজে যায়। তারপর কর্তৃপক্ষ বিল্ডিং থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে। তবে কর্তৃপক্ষ এখনও জানায়নি যে আগুন কীভাবে লেগেছিল, তবে এটি নিশ্চিত করেছে যে সামনে দরজার থেকে আগুন ধরা শুরু হয়েছে এবং তা ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে।
Be the first to comment