শুক্রবার বিকালে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। তারপর হয়েছে সুনামি। তাতে কতজন হতাহত হয়েছেন প্রথমে জানা যায়নি। কিন্তু শনিবার বেলা গড়াতে ইন্দোনেশিয়ার সরকার জানাল, প্রাকৃতিক বিপর্যয়ে মারা গিয়েছেন অন্তত ৩৮৪ জন। আহত হয়েছেন আরও অনেকে। সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল।
সুলাওয়েসির পালু শহরে সুনামির ঢেউ ছিল পাঁচ ফুট উঁচু। সেখানে সমুদ্রের তীরে অনেকের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রতিটি হাসপাতালে আহতদের চিকিৎসা হচ্ছে। হাসপাতালের বাইরেও পড়ে আছেন অনেকে।
সুনামির সময় একজন পালু শহরের এক পার্কিং র্যাম্প থেকে ছবি তুলেছিলেন। তাতে দেখা যাচ্ছে, ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়ছে কয়েকটি বাড়ি। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, শহরের এক শপিং মলের একতলা পুরোপুরি বিধ্বস্ত।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওয়াইডোডো জানিয়েছেন, দুর্গত এলাকায় ত্রাণে সেনাবাহিনী পাঠানো হয়েছে।
Be the first to comment